Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    আধার কার্ড সংশোধন এখন ঝামেলাহীন! বাড়িতে বসেই মোবাইল দিয়ে করুন আপডেট, UIDAI-এর নিয়ম জানুন

    2 দিন আগে

    Aadhaar Card address correction is now at your fingertips know the solution

    বাংলা হান্ট ডেস্ক: ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড (Aadhaar Card)। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে।এমনকি আপনি যদি কাজের সূত্র বাইরে থাকেন, তখনও আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে হয়। তা না হলে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে। তাই, এই বিষয়টি মাথায় রেখে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার আপডেট সংক্রান্ত কিছু নতুন নিয়ম জারি করেছে, যা জানা প্রত্যেক আধারধারীর জন্য জরুরি। আজকের প্রতিবেদনে রইল সেই রকমের একটি আপডেট।

    আধার ঠিকানা সংশোধন এখন হাতের মুঠোয়, মোবাইলেই সহজ সমাধান (Aadhaar Card)

    বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ব্যাংকের একাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে অনেক সময় জীবিকা নির্বাহ করার জন্য আমাদের বাসস্থান পরিবর্তন করতে হয়। সেই সময় আধার কার্ডে পুরনো ঠিকানা থাকলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে। এবার এই ঠিকানা পরিবর্তনের জন্য আধার কেন্দ্রে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো আগে। তবে এবার আর সেই সমস্ত ঝক্কি পোহাতে হবে না। কারন আপনি বাড়িতে বসে মোবাইলের সাহায্যে ঠিকানা পরিবর্তন করতে পারবেন এই পদ্ধতির মাধ্যমে।

    Aadhaar Card address correction is now at your fingertips know the solution

    আরও পড়ুন: ১২ জানুয়ারি থেকে রেলে আগাম টিকিট বুকিংয়ে পরিবর্তন! ৬০ দিনের নিয়ম নিয়ে নতুন আপডেট

    UIDAI সাধারণ মানুষের সুবিধার্থে জন্য ঠিকানা পরিবর্তন অনলাইনের মাধ্যমে করার সুযোগ করে দিয়েছে। আপনি যদি স্মার্ট ফোন অথবা ল্যাপটপ ব্যবহার করেন তাহলে বাড়িতে বসে এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। এর জন্য আপনার মোবাইল নম্বরটি অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্কআপ থাকা প্রয়োজন। কারণ ওটিপি ভেরিফিকেশন এর জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক আপ থাকা একান্তই জরুরী।

    জেনে নিন কিভাবে অনলাইনে ঠিকানা পরিবর্তন করবেন:

    ঠিকানা পরিবর্তনের জন্য আপনাকে আর ঘন্টার পর ঘন্টা আধার কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। বাড়িতে বসে সহজ ভাবে এই কাজটি আপনি করতে পারবেন। এর জন্য সবার প্রথম আপনাকে UIDAI এর অফিসিয়াল সেলফ সার্ভিস পোর্টালে যেতে হবে। এরপর,

    ১. প্রথমে UIDAI-এর পোর্টালে গিয়ে আপনার ১২ সংখ্যার আধার নম্বর দিয়ে লগ-ইন করতে হবে।
    ২. তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে।

    ৩. এরপর লগ-ইন করার পর ‘অ্যাড্রেস আপডেট’ বা ঠিকানা পরিবর্তনের অপশনটি বেছে নিন।

    ৪. তারপর আপনার নতুন ঠিকানার বিস্তারিত তথ্য নির্ভুলভাবে ভাবে টাইপ করুন।

    ৫. সবশেষে, আপনার নতুন ঠিকানার প্রমাণ হিসেবে একটি বৈধ, তার নথি স্ক্যান করে আপলোড করুন।

     প্রয়োজনীয় নথি গুলোর হাতের সামনে রাখুন:

    ১. ইলেকট্রিক বা জলের বিল- যা তিন মাসের বেশি পুরনো হলে কিন্তু চলবে না।

    ২. ব্যাংকের পাসবুক বা স্টেটমেন্ট- যেখানে ঠিকানা ও ছবি স্পষ্ট থাকতে হবে।

    ৩. পাসপোর্ট- মেয়াদ উত্তীর্ণ হলে চলবে না।

    ৪. ভাড়ার চুক্তিপত্র- বাড়ির মালিকের স্বাক্ষর সহ হতে হবে।

    ৫. ভোটার আইডি কার্ড- সরকার দ্বারা ইস্যুকৃত হতে হবে।

    ৬. প্রপার্টি ট্যাক্সের রসিদ- এক বছরের মধ্যে হতে হবে।

    অনলাইনে আবেদন জমা দেওয়ার পর, UIDAI আপনার দাওয়াত তথ্য যাচাই করে দেখবে। এর জন্য সাধারণত ৭-১০ দিন সময় লাগবে। আবেদন সম্পূর্ণ হলে আপনাকে আপডেট রিকোয়েস্ট নম্বর দেওয়া হবে। সেই নম্বরটি ব্যবহার করে আপনি মাঝেমধ্যেই আপনার আবেদনের পরিস্থিতি অথবা স্ট্যাটাস চেক করতে পারবেন। একবার আবেদন অনুমোদন হয়ে গেলে আপনি পোর্টাল থেকেই আপনার নতুন ই আধার কার্ডটি (Aadhaar Card) ডাউনলোড করে নিতে পারবেন।

     

    Click here to Read More
    Previous Article
    ভারতে ভেনেজুয়েলার তেল বিক্রি করতে প্রস্তুত আমেরিকা! তবে, ট্রাম্প প্রশাসন রাখল বিশেষ শর্ত
    Next Article
    নতুন বছরের প্রথম টক্কর! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ODI-তে কেমন হবে ভারতের প্লেয়িং ইলেভেন?

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment