Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ২৬-এর আগে দক্ষিণ দিনাজপুরে বড় ধাক্কা তৃণমূলে, কুমারগঞ্জে বিজেপিতে যোগ দিল ৮০ পরিবার

    4 দিন আগে

    BJP Gains Ground in Balurghat as 80 Families Join Party
    BJP Gains Ground in Balurghat as 80 Families Join Party

    বাংলা হান্ট ডেস্কঃ ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুরে শুরু হয়ে গেল রাজনৈতিক দলবদল। বুধবার রাতে কুমারগঞ্জ ব্লকে বিজেপির (BJP) যোগদান কর্মসূচিতে একাধিক দল ছেড়ে বহু পরিবার বিজেপিতে যোগ দেওয়ায় রাজনৈতিক মহলে বাড়ছে আলোচনা।

    ৮০ পরিবারের যোগদান বিজেপিতে (BJP)

    বুধবার রাতে জেলার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ নাককাটিতে অবস্থিত বিজেপি পার্টি অফিসে অনুষ্ঠিত হয় ওই যোগদান কর্মসূচি। এই অনুষ্ঠানে বাম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও নির্দল মিলিয়ে প্রায় ৮০টি পরিবার বিজেপিতে (BJP) যোগদান করে। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ-সভাপতি দেবশ্রী চৌধুরী, জেলা সম্পাদক রজত ঘোষ সহ দলের অন্যান্য নেতৃত্ব।

    আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কুমারগঞ্জে এই যোগদান কর্মসূচিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যোগদানকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু বর্তমান রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, সেই কারণেই তাঁরা বিজেপিতে (BJP) যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও শাসক দলের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেসের কোনও সক্রিয় নেতা বা কর্মী বিজেপিতে যোগ দেননি।

    যোগদানকারী তৃণমূলের প্রাক্তন কর্মী কিশোর চন্দ্র মণ্ডল বলেন, “যোগদান মেলায় বসে আছি। তৃণমূল ও অন্যান্য দল থেকে প্রচুর মানুষ এখানে এসে যোগদান করেছেন।” তিনি আরও বলেন, “আমি আগে তৃণমূল করতাম। পরে দেখলাম, আমি কেন এই দুর্নীতিগ্রস্ত দলে আছি। সেই কারণেই আমি বিজেপিতে যোগ দিয়েছি।”

    আরও পড়ুনঃ কয়লাকাণ্ডে প্রতীক জৈনের বাড়ি ও I-Pac অফিসে হানা ED-র, পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী, সিপি

    সব মিলিয়ে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে কুমারগঞ্জ ও বালুরঘাট সংলগ্ন এলাকায় বিজেপির (BJP) এই যোগদান কর্মসূচি রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

    Click here to Read More
    Previous Article
    ‘মেসিকে তৃণমূলে জয়েন করাত’ বড় দাবি দিলীপ ঘোষের
    Next Article
    SSC মামলায় বিরাট মোড়! প্রকাশ হবে নতুন তালিকা, কড়া ডেডলাইন বেঁধে দিল হাইকোর্ট

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment