Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ২০২৫ সালে ক্রিকেটে এই ৫ বিশ্বরেকর্ড, যেগুলি ভেঙে ফেলা অসম্ভব! তালিকায় রয়েছে বৈভবের কৃতিত্বও

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: আজ শেষ হচ্ছে ২০২৫। অন্যান্য বছরের মতো, ২০২৫ সালেও ক্রিকেটে একাধিক মেগা ইভেন্ট সম্পন্ন হয়েছে। ICC চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে এবং মহিলা ODI বিশ্বকাপের পাশাপাশি বিশ্বজুড়ে সম্পন্ন হয়েছে একাধিক T20 লিগ। এদিকে, ঘরোয়া ক্রিকেটেও ব্যাটার এবং বোলাররা দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই বছর ক্রিকেটে এমন কিছু বিশ্বরেকর্ড (World Records) তৈরি হয়েছে যেগুলি সত্যিই স্মরণীয় হয়ে রয়েছে। এমনকি, সেগুলি ভেঙে ফেলাও কার্যত অসম্ভব। বর্তমান প্রতিবেদনে সেইরকমই ৫ টি বিশ্বরেকর্ডের প্রসঙ্গ উপস্থাপিত করা হল।

    ২০২৫ সালে ক্রিকেটে অবাক করা ৫ বিশ্বরেকর্ড (World Records):

    ১. সবথেকে কম বয়সে লিস্ট এ সেঞ্চুরি: প্রথমেই জানাবো বৈভব সূর্যবংশীর দুর্দান্ত একটি বিশ্বরেকর্ডের বিষয়ে। ১৪ বছর ২৭২ দিন বয়সে লিস্ট এ ক্রিকেটে সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি। বৈভব এর মাধ্যমে পাকিস্তানের জেহুন এলাহির রেকর্ড ভেঙেছেন। যিনি ১৯৮৬ সালে ১৫ বছর ২০৯ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন।

    In 2025, these 5 world records have been made in cricket.

    ২. ১ ওভারে ৫ টি উইকেট: চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো কোনও বোলার ১ ওভারে ৫ উইকেট নিলেন। ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ন্দনা কম্বোডিয়ার বিরুদ্ধে ১ ওভারে মাত্র ১ রান দিয়ে ৫ টি উইকেট নেন। এমতাবস্থায়, তাঁর এই রেকর্ড ভাঙতে হলে এবার একজন বোলারকে ওভারের প্রতিটি বলে ১ টি উইকেট নিতে হবে।

    ৩. ১৩ টি দেশের বিরুদ্ধে সেঞ্চুরি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাই হোপ ১০৯ রান করেছেন। যার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ টি দেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন। তাঁর পর এই তালিকায় রয়েছেন মাহেলা জয়াবর্ধনে এবং ক্রিস গেইল। তাঁরা ১২ টি দেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন।

    আরও পড়ুন: র‍্যাপিডের পর ব্লিটজ খেতাব জয় কার্লসেনের! অর্জুন জিতলেন ব্রোঞ্জ, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

    ৪. ১ ইনিংসে ১৯ টি ছক্কা: মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন ১৯ টি ছক্কা মেরে T20 ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়েন। তিনি এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছেন।

    আরও পড়ুন: IPL-এর আগে দুরন্ত ফর্মে! হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ব্যাটে ঝড় তুললেন KKR-এর তারকা প্লেয়ার

    ৫. T20 ম্যাচে ৮ টি উইকেট: গেলফুতে মায়ানমারের বিরুদ্ধে T20 আন্তর্জাতিক ম্যাচে ভুটানের সোনম ইয়েশে ৮ টি উইকেট নিয়েছিলেন। T20 ক্রিকেটে এটি প্রথমবারের মতো ঘটেছে যেখানে একজন বোলার ১ ম্যাচে ৮ টি উইকেট নিয়েছেন। এই কৃতিত্ব এখনও পর্যন্ত মহিলাদের T20 বা অন্য কোনও লিগে ঘটেনি।

    Click here to Read More
    Previous Article
    চলন্ত গাড়িতে তিন ঘণ্টা ধরে পাশবিক নির্যাতন, ফরিদাবাদে নৃশংস গণধর্ষণ
    Next Article
    নিউ ইয়ারে হামলার ছক? রাজস্থানে ১৫০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি আটক করল পুলিশ

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment