Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ১৬৭০ কোটি খরচ, আজই মুড়ি গঙ্গার উপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস, কবে নির্মাণ শেষ?

    1 সপ্তাহ আগে

    প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। কেন্দ্রের সাহায্য ছাড়াই এবার মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হতে চলেছে বহু চর্চিত গঙ্গাসাগর সেতু (Gangasagar Bridge)। আজ সোমবার গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েই এই প্রকল্পের শিলান্যাস করবেন। এইমুহুর্তে যেখানে মকর সংক্রান্তির পূণ্যস্নানকে কেন্দ্র করে সাজ সাজ রব গঙ্গাসাগরে ঠিক তেমনই গঙ্গাসাগর সেতু নির্মাণের আনন্দে সেই উৎসব যেন আরো দ্বিগুণ খুশিতে ভরে উঠেছে।

    মমতার স্বপ্নের গঙ্গাসাগর সেতু

    উল্লেখ্য, কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া যাতায়াতের জন্য একমাত্র ভরসা পথ ছিল মুড়িগঙ্গা নদী। তাই স্বাভাবিকভাবেই স্টিমার, নৌকা এই সবের উপর নির্ভর করেই যাতায়াত করা হত। এর ফলে, বর্ষার সময় কিংবা কোনও কারণে নদীর জল উপচে পড়লে সমস্যায় পড়তে হতো সকলকে। তাই এই পরিস্থিতির কথা মাথায় রেখেই প্রায় ছয়বছর আগে মুড়িগঙ্গার উপর একটি সেতু তৈরির স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য কেন্দ্রের কাছে বারংবার সেতু তৈরির জন্য আর্থিক সাহায্য চেয়েছিল রাজ্য। কিন্তু কেন্দ্র বরাবর হাত তুলে নিয়েছিল বলে অভিযোগ রাজ্যের শাসকদলের। তাই আর কেন্দ্রের ভরসায় না থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজ দায়িত্বে বানাতে চলেছে স্বপ্নের গঙ্গাসাগর সেতু। নানা বাধা-বিঘ্ন পেরিয়ে অবশেষে আজ শিলান্যাস হতে চলেছে এই সেতুটি।

    সেতু নির্মাণে কত টাকা খরচ হতে চলেছে?

    সূত্রের খবর, মুড়িগঙ্গার উপর দীর্ঘ ৪.৭৫ কিলোমিটার এই গঙ্গাসাগর সেতুতে থাকবে মোট ৪টি লেন। উভয়পাশে থাকবে ১.৫ মিটার চওড়া ফুটপাত। এই সেতু প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দফতরকে। সেক্ষেত্রে সব মিলিয়ে খরচ হতে চলেছে প্রায় ১৬৭০ কোটি টাকা। এই গঙ্গাসাগর সেতুর জন্য আপাতত কাকদ্বীপের অংশে ৭.৯৫ একর এবং কচুবেড়িয়া অংশে ৫.০১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সেতুর নকশাও চূড়ান্ত হয়ে গিয়েছে। দায়িত্বে থাকছে নির্মাণ সংস্থা এল অ্যান্ড টি। জানা গিয়েছে, দ্বিতীয় হুগলি সেতুর আদলে তৈরি করা হবে এই সেতু। আগামী চার বছরের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। যার ফলে ৪৫ মিনিটের রাস্তা ৫ মিনিটের মধ্যে যাওয়া যাবে। আজই এই সেতুর শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    আজই শিলান্যাস করবেন মমতা

    প্রশাসনের তরফে জানানো হয়েছে আজ অর্থাৎ সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু নির্মাণ কর্মকাণ্ডের শুভসূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর রুটিন অনুযায়ী, আজ দুপুরে হেলিকপ্টারে করে সাগরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাড সংলগ্ন ময়দানেই আয়োজিত সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সেতুর শিলান্যাস করার পাশাপাশি তিনি সেখানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন কর্মসূচিও রয়েছে তাঁর। এরপর কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘে যেতে পারেন সেখানে কপিল মুনি মন্দিরে পুজোও দেবেন। আগামীকাল তিনি কলকাতায় ফিরতে চলেছেন।

    আরও পড়ুন: এক ধাক্কায় ধোনির পেনশন বাড়ল ২০,০০০ টাকা, ভাতা বাবদ কত পান মাহি?

    প্রসঙ্গত, আগামী ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা হতে চলেছে এবং পুণ্যস্নানের যোগ থাকছে ১৪ জানুয়ারি দুপুর ১টা ১৪ মিনিট থেকে ১৫ জানুয়ারি ওই একই সময় পর্যন্ত। আর সেই মেলায় যাতে জন্য অপ্রীতিকর পরিস্থিতি না হয় তার জন্য মেলা চত্বরে তৈরি করা হয়েছে একটি বিশাল সেন্ট্রাল কন্ট্রোল রুম। মেলা প্রাঙ্গণ ও তার আশেপাশের এলাকায় মোট ১২০০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। কোথাও ভিড় জমছে কি না, বা কোনও অপ্রীতিকর ঘটনা ঘটছে কি না, তা মুহূর্তের মধ্যে চিহ্নিত করা সম্ভব হচ্ছে এই কন্ট্রোল রুম থেকে। এছাড়াও মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচলের ওপর নজর রাখতে GPS প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। পাশাপাশি আকাশপথে নজরদারির জন্য ড্রোনের ব্যবহারও করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে, এরই মধ্যে DA নিয়ে বড় কথা বলে দিলেন মমতার মন্ত্রী, ভোটের আগেই?
    Next Article
    ‘মোদী খুব ভালো মানুষ’ বলেও ভারতের উপর ফের শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment