Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ১২ মাসে ৬৫টি ছুটি! দেখুন ২০২৬-এ পশ্চিমবঙ্গ সরকারের ছুটির ক্যালেন্ডার

    1 সপ্তাহ আগে

    সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৫ শেষ হয়ে ২০২৬ পড়ার পথে। তবে নতুন বছরের শুরুতেই জেনে নেওয়া উচিৎ রাজ্যের সরকারি কর্মী তথা স্কুল-কলেজের পড়ুয়াদের ২০২৬-এ কোন কোন দিন ছুটি (2026 Holidays List) থাকছে। ২০২৬ সালের ক্যালেন্ডার চোখ রাখলে দেখা যাচ্ছে ছুটির তালিকা সত্যিই লম্বা। তাই অফিস, কাজ, ব্যস্ততার ফাঁকে কয়েকটা ছুটি পেলে আর কিই বা বাকি থাকে! একনজরে দেখে নিন ২০২৬ এর ছুটির ক্যালেন্ডার।

    জানুয়ারি মাস

    জানুয়ারি মাসের ছুটির তালিকায় রয়েছে—

    • ১ জানুয়ারি বৃহস্পতিবার, ইংরেজি নববর্ষ।
    • ১২ জানুয়ারি সোমবার, স্বামী বিবেকানন্দ জয়ন্তী।
    • ২৩ জানুয়ারি শুক্রবার, সরস্বতী পূজা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন।
    • ২৬ জানুয়ারি সোমবার, প্রজাতন্ত্র দিবস।

    ফেব্রুয়ারি মাস

    ফেব্রুয়ারি মাসের ছুটির তালিকা রয়েছে নিম্নরূপ—

    • ৪ ফেব্রুয়ারি বুধবার, শবে বরাত।
    • ১৫ ফেব্রুয়ারি রবিবার, শিবরাত্রি।

    মার্চ মাস

    মার্চ মাসে ছুটির তালিকা রয়েছে নিম্নরূপ—

    • ৩ মার্চ মঙ্গলবার, দোলযাত্রা।
    • ৪ মার্চ বুধবার, হোলি।
    • ১৭ মার্চ মঙ্গলবার, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম দিবস।
    • ২১ মার্চ শনিবার, ঈদুল ফিতর।
    • ২৬ মার্চ বৃহস্পতিবার, রামনবমী।
    • ৩১ মার্চ মঙ্গলবার, মহাবীর জয়ন্তী।

    এপ্রিল মাস

    এপ্রিল মাসের ছুটি তালিকা রয়েছে নিম্নরূপ—

    • ৩ এপ্রিল শুক্রবার, গুড ফ্রাইডে।
    • ১২ এপ্রিল মঙ্গলবার, ডঃ বি আর আম্বেদকরের জন্ম দিবস।
    • ১৫ এপ্রিল বুধবার, বাংলা নববর্ষ।

    মে মাস

    মে মাসের ছুটির তালিকা রয়েছে নিম্নরূপ—

    • ১ মে শুক্রবার,মে দিবস, বুদ্ধ পূর্ণিমা।
    • ৯ মে শনিবার, রবীন্দ্র জয়ন্তী।
    • ১১ থেকে ১৬ মে গরমের ছুটি।
    • ২৭ মে বুধবার, ঈদ-উজ-জ্জোহা

    জুন মাস

    জুন মাসে শুধুমাত্র ২৬ জুন শুক্রবার মহরম উপলক্ষে ছুটি থাকবে।

    জুলাই মাস

    জুলাই মাসে শুধুমাত্র ১৬ জুলাই বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে ছুটি পাওয়া যাবে।

    আরও পড়ুন: রাস্তার কুকুরদের গণনা করবেন শিক্ষকরা? বিজ্ঞপ্তি নিয়ে যা বলল সরকার

    আগস্ট মাস

    আগস্ট মাসের ছুটির তালিকা রয়েছে নিম্নরূপ—

    • ১৫ আগস্ট শনিবার, স্বাধীনতা দিবস।
    • ২৬ আগস্ট বুধবার, ফতেয়া দোয়াজ দাহাম।
    • ২৮ আগস্ট শুক্রবার, রাখি বন্ধন।

    সেপ্টেম্বর মাস

    সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা রয়েছে নিম্নরূপ—

    • ৪ সেপ্টেম্বর শুক্রবার, জন্মাষ্টমী।
    • ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার, বিশ্বকর্মা পুজো।

    অক্টোবর মাস

    অক্টোবর মাসে ছুটির তালিকা রয়েছে নিম্নরূপ—

    • ২ অক্টোবর শুক্রবার, গান্ধী জয়ন্তী।
    • ১০ অক্টোবর শনিবার, মহালয়া।
    • ১৫ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত পূজার ছুটি।

    নভেম্বর মাস

    এমনিতেই নভেম্বর মাসে ১২ তারিখ অবধি পূজার ছুটি রয়েছে। তাছাড়া বাকি ছুটিগুলি রয়েছে নিম্নরূপ—

    • ১৫ নভেম্বর রবিবার, বিরসা মুন্ডার জন্ম দিবস এবং ছট পূজা।
    • ১৬ নভেম্বর সোমবার, ছট পূজা উপলক্ষে অতিরিক্ত ছুটি।
    • ২৪ নভেম্বর মঙ্গলবার, গুরু নানকের জন্ম দিবস।

    আরও পড়ুন: নিষিদ্ধ মোবাইল, মেয়েদের সালোয়ার কামিজ ও ছেলেদের কুর্তা পরার ফরমান পঞ্চায়েতের

    ডিসেম্বর মাস

    ডিসেম্বর মাসে ছুটির তালিকা রয়েছে নিম্নরূপ—

    • ২৫ ডিসেম্বর শুক্রবার, বড়দিন।
    • ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রধান শিক্ষকের বিবেচনা আওতায় স্কুলে ছুটি পাওয়া যেতে পারে।
    Click here to Read More
    Previous Article
    কোচিং ছাড়াই আইনের পথে সাফল্য, CLAT পরীক্ষায় উজ্জ্বল র‍্যাঙ্কে নতুন উদাহরণ
    Next Article
    মোবাইলে কথা বলতে গিয়েই বিপত্তি, চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল তৃণমূল ছাত্রনেতার

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment