Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ১০ বছরে রিলায়েন্সের সবথেকে বড় ঝড়! কতটা উপকারী হবে বিনিয়োগকারীরা?

    1 week ago

    সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৬-এ রিলায়েন্স জিওর (Reliance Jio) আইপিও ঘিরে এবার ছড়াচ্ছে উত্তেজনা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জন্য এই বছরটি ছিল বিরাট সাফল্যের বছর। দেশের সবথেকে মূল্যবান সংস্থার বাজার মূলধন এক বছরে ৪.৫ লক্ষ কোটি টাকা বেড়েছে। এমনকি একই সঙ্গে শেয়ারের দাম ২৭ শতাংশ পর্যন্ত ঊর্ধ্বমুখী হয়েছে। আর এই সাফল্যের মাঝে বিনিয়োগকারীদের নজর এখন আগামী বছরের সবথেকে বড় সম্ভাব্য ঘটনার দিকেই। আর তা হল রিলায়েন্স জিওর আইপিও। বাজার বিশেষজ্ঞরা বলছে, ২০২৬ সালের প্রথম দিকে জিওর আইপিও বাজারে আসলে এটি হতে পারে ভারতের শেয়ারবাজারের ইতিহাসে সবথেকে বড় আইপিও।

    কেন বাড়ছে রিলায়েন্সে বিনিয়োগকারীদের ভরসা?

    আসলে গত কয়েক ত্রৈমাসিকে রিলায়েন্সের মুনাফা ধারাবাহিকভাবে ১৮,০০০ থেকে ২০,০০০ কোটি টাকার মধ্যে স্থির রয়েছে। আর এর পিছনে কাজ করছে ডিজিটাল ব্যবসা থেকে বাড়তে থাকা আয়, টেলিকম এবং রিটেইল ফ্যাক্টরির ধারাবাহিক বৃদ্ধি ও স্থিতিশীল রিফাইনিং ব্যবসা। এদিকে রঘুনাথ ক্যাপিটালের ম্যানেজিং ডিরেক্টর সৌরভ চৌধুরী জানিয়েছেন, রিলায়েন্স এখন শক্ত ভিতের উপর দাঁড়িয়ে নতুন অর্থবছরে প্রবেশ করতে চলেছে। আয়ের বৃদ্ধি ডিজিটাল, সম্প্রসারণ এবং জিওর আইপিও, সবমিলিয়ে বিনিয়োগকারীদের মনোভাব এখন ইতিবাচক।

    এদিকে আগামী ২০২৬ সালের মধ্যে রিলায়েন্সের মোট অপারেটিং ক্যাশ ফ্লোর ৬০ শতাংশ আসবে টেলিকম এবং রিটেইল থেকে। এর ফলে তেল এবং কেমিক্যালের মতো ব্যবসায় নির্ভরতা অনেকটাই কমবে। আর এই পরিবর্তনগুলিও আন্তর্জাতিক বাজারে নজর কাড়ছে। কারণ, ডিসেম্বর ২০২৫-এ S&P Global Ratings রিলায়েন্সের ক্রেডিট রেটিং BBB+ থেকে বাড়িয়ে A- করে দিয়েছে। তাদের মতে, সংস্থার আয় এখন আগের তুলনায় অনেক বেশি এবং নগদ প্রবাহ শক্তিশালী হয়েছে।

    আরও পড়ুন: ১২ মাসে ৬৫টি ছুটি! দেখুন ২০২৬-এ পশ্চিমবঙ্গ সরকারের ছুটির ক্যালেন্ডার

    Jio-র আইপিও কেন গুরুত্বপূর্ণ?

    বিশ্লেষকরা বলছে, রিলায়েন্স জিওর আইপিও গত এক দশকের গ্রুপের সবথেকে বড় ভ্যালু আনলকিং ইভেন্ট হতে চলেছে। জিওর বর্তমানে ৫০ কোটির বেশি গ্রাহক রয়েছে। পাশাপাশি দেশ জুড়ে 5G নেটওয়ার্ক বিস্তৃত করেছে। এমনকি ব্রডব্যান্ড, ক্লাউড এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুত সম্প্রসারণের সুবিধা রয়েছে তাদের কাছে। বাজার বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী, জিওর মূল্যায়ন হতে পারে ১২০ থেকে ১৫০ বিলিয়ান মার্কিন ডলার। পাশাপাশি আইপিও থেকে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার তোলা হতে পারে। এখন শুধুমাত্র আগামী বছরের অপেক্ষা।

    Click here to Read More
    Previous Article
    নতুন বছরেই বাজবে সানাই, লুকোচুরি সত্ত্বেও ফাঁস বিজয়-রশ্মিকার বিয়ের তারিখ
    Next Article
    ‘১৯৭১ ভুলে গেলে চলবে না’—উত্তরপূর্ব ভারত নিয়ে বাংলাদেশকে তীব্র বার্তা তেমজেন ইমনা আলংয়ের

    Related Business Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment