Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ১ ঘন্টায় পৌঁছে দেবে দিঘা, জলের শক্তিতেই ছুটবে নতুন হাইড্রোজেন ট্রেন, ভাড়া কত জানেন?

    4 days ago

    বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরের শুরুতেই একের পর এক চমক দিয়ে চলেছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। সদ্য প্রকাশ করা হয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রথম লুক। খুব শীঘ্রই চালু হয়ে যাবে এই ট্রেনের যাত্রী পরিষেবা। আর এবার আরও এক ট্রেন নিয়ে বড় আপডেট দিল ভারতীয় রেল (Indian Railways)। চালু হতে চলেছে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। জানা যাচ্ছে, প্রকল্পের জন্য প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে।

    চালু হতে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন (Indian Railways)

    ভারতীয় রেল সূত্রে খবর, ট্রেনটি বিশ্বের দীর্ঘতম ব্রডগেজ হাইড্রোজেন ট্রেনগুলির মধ্যে একটি হতে চলেছে। জার্মানি এবং চিনা প্রযুক্তি ব্যবহার করে দেশের মাটিতেই তৈরি করা হয়েছে ট্রেনটি। এতে থাকছে দুটি ড্রাইভিং পাওয়ার কার। পাশাপাশি আটটি যাত্রীবাহী কোচ সহ মোট দশটি কোচ থাকবে এই ট্রেনে। এই দুটি পাওয়ার কারে প্রায় ২৪০০ কিলোওয়াটের শক্তি থাকছে, যার ফলে বিশ্বের সবথেকে শক্তিশালী হাইড্রোজেন ট্রেনগুলির মধ্যে একটি হতে চলেছে ভারতের এই নতুন ট্রেন।

    Indian railways to start hydrogen train soon

    কী কী থাকছে ট্রেনে: জানা যাচ্ছে, জিন্দে নির্মিত একটি হাইড্রোজেন প্ল্যান্ট থেকে এই ট্রেনের (Indian Railways) জন্য হাইড্রোজেন জোগান দেওয়া হবে। প্ল্যান্টটি সচল রাখতে ১১ কেভি বিদ্যুৎ সরবরাহ করা হবে। আরও জানা যাচ্ছে, মেট্রোর মতোই এই ট্রেনেরও প্রতিটি কোচের পাশে দুটি করে দরজা থাকবে। আলো, পাখার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ এয়ারকন্ডিশনের ব্যবস্থাও থাকছে।

    আরও পড়ুন : হাড্ডাহাড্ডি টক্কর জি-জলসার, নম্বর বাড়ল ‘পরিণীতা’র, শীর্ষস্থান ফের হাতছাড়া ‘পরশুরাম’এর?

    কত হবে গতি: ট্রেন চালু হওয়ার আগে মেট্রোর মতোই দরজা বন্ধ করে দেওয়া হবে। ট্রেনটির ওজন ৩৬০ কেজি হলেও ঘন্টায় প্রায় ১৮০ কিমি বেগে ছুটতে পারবে। তবে একটুও শব্দ হবে না। প্রাথমিক ভাবে ঘন্টায় ১১০ কিমি বেগে ট্রেনটি ছুটবে বলে জানা যাচ্ছে।

    আরও পড়ুন : T20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে না বাংলাদেশ? BCB-কে ডেডলাইন দিল ICC

    দুদিকেই পাওয়ার ইঞ্জিন থাকছে ট্রেনের। ফলে মসৃণ গতি বজায় থাকবে। ইতিমধ্যেই ট্রেনটির ট্রায়াল রান সফল হয়েছে। আগামী ২৬ জানুয়ারি থেকেই ট্রেনটি চালু হতে চলেছে বলে খবর। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সূত্রের খবর, ট্রেনের টিকিট ৫ থেকে ২৫ টাকা পর্যন্ত হতে পারে।

    Click here to Read More
    Previous Article
    আবাস থেকে পাকা রাস্তা সহ তিন কর্মসূচি নিয়ে মেগা প্ল্যান নবান্নর
    Next Article
    'মুখ্যমন্ত্রীর মধ্যে মেসি-রোনাল্ডো-এমব্যাপে-কে দেখতে পাবেন' খোঁচা শমীকের

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment