Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ভোটার লিস্ট থেকে নাম কাটলেই কি বাতিল হবে নাগরিকত্ব? SIR মামলায় সুপ্রিম কোর্টে কমিশন জানাল…

    4 দিন আগে

    Election Commission Says Citizenship Check Is Constitutional Duty
    Election Commission Says Citizenship Check Is Constitutional Duty

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান পরিষ্কার করল নির্বাচন কমিশন (Election Commission)। নির্বাচন কমিশন জানায়, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আগে কোনও ব্যক্তি ভারতীয় নাগরিক কি না, তা যাচাই করা কমিশনের কর্তব্য। কমিশনের স্পষ্ট বক্তব্য, যাতে কোনও বিদেশি নাগরিক ভারতের নির্বাচনে ভোট দিতে না পারেন, সেটাই এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য।

    ভোটার তালিকায় বিদেশি নাগরিকের নাম থাকা সংবিধান বিরোধী (Election Commission)

    প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে নির্বাচন কমিশনের পক্ষে সওয়াল করেন সিনিয়র আইনজীবী রাকেশ দ্বিবেদী। তিনি আবেদনকারীদের সেই দাবি খারিজ করেন, যেখানে বলা হয়েছিল নাগরিকত্ব নির্ধারণ নির্বাচন কমিশনের কাজ নয় এবং শুধু আধার থাকলেই ভোটার তালিকায় নাম তোলা উচিত। রাকেশ দ্বিবেদী বলেন, ভোটার তালিকায় কোনও বিদেশি নাগরিকের নাম থাকা সংবিধান অনুযায়ী ঠিক নয়। তিনি জানান, গণপরিষদের সময় থেকেই নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সংবিধান প্রণেতারাই নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়েছিলেন, যাতে শুধুমাত্র ভারতীয় নাগরিকদেরই ভোটার হিসেবে নথিভুক্ত করা হয়।

    তিনি আরও জানান, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো শীর্ষ সাংবিধানিক পদে নিযুক্ত হওয়ার জন্য ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক। সংবিধানের ১২৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের ক্ষেত্রেও নাগরিকত্ব অপরিহার্য শর্ত। নির্বাচন কমিশনের (Election Commission) দাবি, সংবিধানের ৩২৪ ও ৩২৬ অনুচ্ছেদের অধীনেই ভোটার তালিকা তৈরি ও সংশোধনের ক্ষমতা তাদের দেওয়া হয়েছে। কমিশনের মতে, নিয়মিত SIR প্রক্রিয়া না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

    ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লে নাগরিকত্ব বাতিল হয়ে যাবে এই আশঙ্কা উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। দ্বিবেদী জানান, ভোটার তালিকা সংশোধন একটি প্রশাসনিক প্রক্রিয়া, যেখানে মৃত্যু, স্থানান্তর বা নতুন ভোটার সংযোজনের বিষয়ও দেখা হয়। এতে কারও নাগরিকত্ব বাতিল হয় না। কমিশন স্পষ্ট জানিয়েছে, কাউকে ‘ভারতীয় নন’ বলে ঘোষণা করা বা নাগরিকত্ব বাতিল করার ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় সরকারের। নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে না বলেও জানানো হয়েছে। তবে ভোটার তালিকায় যদি বিদেশিদের নাম থাকে, সংবিধান অনুযায়ী সেগুলি বাদ দেওয়াই কমিশনের দায়িত্ব।

    Supreme Court remarks on stray dogs spark controversy

    আরও পড়ুনঃ বাংলাদেশ ইস্যুতে মন্তব্য, FIR খারিজ চেয়ে হাই কোর্টে বিজেপি বিধায়ক অসীম সরকার

    নির্বাচন কমিশন (Election Commission) আরও জানায়, SIR প্রক্রিয়ায় ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের অধীনে কারও নাগরিকত্ব বাতিল করা হবে না। নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সুযোগ সকলের কাছেই থাকবে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বৃহস্পতিবার।

    Click here to Read More
    Previous Article
    ১৫০ টাকা করে জমিয়ে মিলবে ২৬ লাখ! সন্তানের ভবিষ্যতের চাবিকাঠি LIC-র এই পলিসি
    Next Article
    শতাব্দী এক্সপ্রেস তুলে দিতে তৈরি হবে ১৫০০ বন্দে ভারত কোচ! বড় প্রস্তুতি নিচ্ছে রেল

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment