Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    T20 বিশ্বকাপের আগেই ধাক্কা খেল পাকিস্তান! চোট পেলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বোলার

    2 weeks ago

    Pakistan National Cricket Team Pacer injury during BBL match
    Pakistan National Cricket Team Pacer injury during BBL match

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে আর দেড় মাসও নেই। ঠিক সেই সময়ে বড়সড় ধাক্কা খেলো পাকিস্তান (Pakistan National Cricket Team)! বল করতে গিয়ে আচমকা জোরালো চোট পেলেন পাক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পেসার শাহিন আফ্রিদি। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে গিয়ে হাঁটুতে চোট লাগে তাঁর। শেষ পর্যন্ত একেবারে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন পাক তারকা। তাতেই এক প্রস্থ চাপে পাকিস্তান ক্রিকেট দলের সমর্থকরা। চিন্তা বাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদির উপস্থিতি নিয়ে।

    কীভাবে চোট পেলেন পাক খেলোয়াড়?

    শনিবার, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দল ব্রিসবেন হিটের হয়ে মাঠে নেমেছিলেন পাকিস্তানের জোরে বোলার শাহিন আফ্রিদি। প্রতিপক্ষ ছিল, অ্যাডিলেড স্ট্রাইকার্স। এদিন 14 তম ওভারে ব্রিসবেনের হয়ে বোলিং করছিলেন জেভিয়ার বার্টলেট। তাঁর বলে জোরালো শট মারেন জেমি ওভারটন। সেই সময় মিড অনে ফিল্ডিং করছিলেন আফ্রিদি। বল ধরতে দৌঁড়েছিলেন তিনি। এমন সময়ে আচমকা হাঁটু চেপে মাটিতে বসে পড়েন খেলোয়াড়। শেষ পর্যন্ত খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হয় তাঁকে।

    অবশ্যই পড়ুন: ক্যানিংয়ে থানার কোয়ার্টারে মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ! পুলিশের বিরুদ্ধে অভিযোগ পরিবারের

    এদিন চোট যন্ত্রণায় মাঠে কিছুতেই খেলতে পারবেন না বলে অঙ্গভঙ্গি করছিলেন পাকিস্তানি ক্রিকেটার। আঙুল দিয়ে বারবার নিজের ডান হাঁটুর দিকে ইশারা করছিলেন তিনি। তাতে বোঝাই যাচ্ছে হাঁটুতে বেশ চোট পেয়েছেন পাকিস্তানি পেসার। তবে খেলোয়াড়ের চোট ঠিক কতটা গুরুতর তা নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড বা ব্রিসবেন কর্তৃপক্ষ। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রমশ এগিয়ে আসায় আফ্রিদিকে নিয়ে একপ্রকার চিন্তায় পড়ে গিয়েছেন পাকিস্তানের ক্রিকেট ভক্তরা।

    অবশ্যই পড়ুন: গম্ভীরকে সরিয়ে ভারতের প্রধান কোচ করা হচ্ছে ভিভিএস লক্ষ্মণকে? জানাল BCCI!

    উল্লেখ্য, আগামী 7 ফেব্রুয়ারি, শনিবার থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে 17 বছর আগে শেষবারের মতো খেলার সুযোগ পেয়েছিল পাকিস্তান। কাজেই এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচে একেবারে জান লড়িয়ে খেলবে তারা। বলে রাখি, 2026 বিশ্বকাপের আয়োজক যেহেতু ভারত এবং শ্রীলঙ্কা। তাই পাকিস্তান তাদের সমস্ত ম্যাচ কলম্বোয় খেলবে। পাক দলের প্রথম ম্যাচ রয়েছে 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এরপর ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি আসর জমানোর কথা রয়েছে সলমান আলি আঘাদের। আর তার আগেই দলের গুরুত্বপূর্ণ পেসারের চোট খানিকটা চিন্তা বাড়িয়েছে পাক বোর্ডের!

    Click here to Read More
    Previous Article
    মায়ের অনুপ্রেরণা! বাবার শৃঙ্খলা, চাকরির মধ্যেই প্রস্তুতি নিয়ে UPSC-তে সফল হলেন শিবম
    Next Article
    ভোটের আগে রাজনৈতিক চমক! বাম নেতাদের সঙ্গে বৈঠকের পর কী বললেন নওশাদ সিদ্দিকী?

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment