Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    সত্যিই কি শ্রীলঙ্কায় স্থানান্তরিত হবে বাংলাদেশের ম্যাচ? কবে সিদ্ধান্ত জানাবে ICC?

    1 সপ্তাহ আগে

    The International Cricket Council has to take a big decision.
    The International Cricket Council has to take a big decision.

    বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপ আয়োজনের আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা ICC (International Cricket Council)-র সামনে এক গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতে নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলি দেশের বাইরে স্থানান্তরের অনুরোধ করেছে। ক্রিকবাজের রিপোর্ট অনুসারে, ICC এই অনুরোধটি বিবেচনা করছে এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে একটি বড় সিদ্ধান্ত নিতে পারে।

    বড় সিদ্ধান্ত নিতে হবে ICC (International Cricket Council)-কে:

    জানিয়ে রাখি যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ICC-র কাছে তাদের বিশ্বকাপের গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ ভারতের বাইরে স্থানান্তরের অনুরোধ জানিয়েছে। একদিকে যেখানে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড KKR-কে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে IPL ২০২৬ থেকে রিলিজ করার নির্দেশ দেয়, তারপরই এই সিদ্ধান্তের পর BCB ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানায়।

    The International Cricket Council has to take a big decision.

     

    সূচি অনুযায়ী, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এই মেগা টুর্নামেন্টটি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ২০২৬ পর্যন্ত সম্পন্ন হবে। বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ তাদের ৪ টি গ্রুপ ম্যাচের মধ্যে ৩ টিতে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে কলকাতার ইডেনা গার্ডেন্সে খেলবে এবং নেপালের বিরুদ্ধে ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলার কথা রয়েছে। যদি ICC বাংলাদেশের দাবি মেনে নেয়, সেক্ষেত্রে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলি আয়োজিত হতে পারে। তারা ইতিমধ্যেই টুর্নামেন্টের সহ-আয়োজক। ম্যাচগুলি সেখানে স্থানান্তরিত হলে এই টুর্নামেন্টের মূল কাঠামোকে বদলে দেবে।

    আরও পড়ুন: শত্রুদের উড়বে ঘুম! ভারতকে রক্ষা করতে প্রস্তুত ‘ভৈরব’, দেখুন স্পেশাল ফোর্সের ফার্স্ট লুক

    এই সিদ্ধান্ত ICC-র জন্য কঠিন হবে: জানিয়ে রাখি যে, নিরাপত্তা বা দ্বিপাক্ষিক রাজনীতির ভিত্তিতে ভেন্যু পরিবর্তন করলে এমন একটি নজির তৈরি হতে পারে যার ফলে ভবিষ্যতে অন্যান্য দলও একই রকম দাবি করতে পারে। ICC যদি বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুমতি দেয়, তাহলে শ্রীলঙ্কায় ম্যাচগুলির সময়সূচি পুনঃনির্ধারণ, ভারতে টিকিটের ব্যবস্থা পুনর্বিবেচনা এবং প্রতিদ্বন্দ্বী দলগুলির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে।

    আরও পড়ুন: বাজেটের আগেই ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিশেষ ইঙ্গিত! মধ্যবিত্তরা পেতে পারেন বিরাট স্বস্তি

    এমতাবস্থায়, ICC-র পরবর্তী পদক্ষেপ কেবল একটি দলের অনুরোধের সমাধান করা নয়, বরং সমগ্র সমস্যাটির সমাধান করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হবে। এমনকি, ওই পদক্ষেপ টুর্নামেন্টের সামগ্রিক বিষয়টি এবং বাণিজ্যিক স্বার্থ রক্ষা করার বিষয়টিও নিশ্চিত করবে। এই বিরোধ বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে।

    Click here to Read More
    Previous Article
    ৩৪ বছর পর বঙ্গে বিশ্ব ইজতেমা! অথচ নেই পর্যাপ্ত ব্যবস্থা, তৃণমূল সরকারের তীব্র সমালোচনা তরুণজ্যোতির
    Next Article
    ভারতের এই রেল স্টেশনের কাছে ভয়াবহ আগুন! পুড়ল ২০০ বাইক, কীভাবে ঘটল অগ্নিকাণ্ড?

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment