Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ইস্টবেঙ্গল যেন ছুটন্ত ঘোড়া, এবার কিকস্টার্টকেও ৫-০ গোলে হারাল লাল হলুদ

    5 দিন আগে

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবলে জয়রথ ছোটাচ্ছে ইস্টবেঙ্গলের নারীরা (East Bengal FC)। সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে এসে যেন টনিক পেয়েছে শহরের ঐতিহ্যবাহী দলটি। আর তারপর থেকেই IWL এ নেমে একেবারে অপ্রতিরোধ্য মশাল ব্রিগেড। জয়ের ধারা বজায় রাখতে মঙ্গলবার কল্যাণী স্টেডিয়ামে কিকস্টার্ট এফসির বিরুদ্ধে মাঠে নেমেছিল লাল হলুদ। সেই আসরেই ঝকঝকে ফুটবল দেখিয়ে 5-0 তে নিজেদের ক্ষমতা জাহির করল ইস্টবেঙ্গল মহিলা দল। অন্যদিকে, লাল হলুদের ক্রমাগত আক্রমণে একেবারে ধরাশাহী হয়েই পরাজয় স্বীকার করল কিকস্টার্ট।

    মশালের তেজে পুরে খাক হলো প্রতিপক্ষ!

    এর আগের ম্যাচে নিতা ফুটবল অ্যাকাডেমিকে বল পায়ে একেবারে কুপোকাত করে ফেলেছিল ইস্টবেঙ্গল। হারিয়েছিল 5-0 গোলে। মঙ্গলবার কিকস্টার্ট এফসির ম্যাচেও একই দৃশ্য দেখার সুযোগ হলো দর্শকদের। এদিন কল্যাণীর মাঠে একেবারে প্রথম থেকেই প্রতিপক্ষের উপর চাপ বজায় রেখেছিল মশাল দল। তাতে ঝোড়ো আক্রমণে প্রথম 15 মিনিটেই গোল করে এগিয়ে যান ফাজিলা। এরপর ক্রমাগত আক্রমণাত্মক ফুটবল খেলে প্রথমার্ধের একেবারে শেষ পর্বে পৌঁছে বলা ভাল, অতিরিক্ত দুই মিনিটের খেলায় ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন রেস্টি নানজিরি। 2-0 করে দ্বিতীয়ার্ধে পা রাখে ইস্টবেঙ্গল।

    অবশ্যই পড়ুন: কষ্ট কমল যাত্রীদের! হাওড়া থেকে এই ট্রেনে AC কোচ চালু করল পূর্ব রেল

    পরবর্তী 45 মিনিটের খেলায় লাল হলুদ যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। প্রতিপক্ষের প্লেয়ারদের একপ্রকার বোতলবন্দী করে ক্রমাগত আক্রমণ শানিয়ে গিয়েছেন ফাজিলারা। এভাবেই চলতে থাকে ম্যাচ। খেলা যখন 60 মিনিটের দোরগোড়ায় ঠিক তখনই পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া ফাজিলার শট বারে লেগে ফিরে আসছিল, সেটা হেড করে দলের তৃতীয় গোলটি করেন সুলঞ্জনা। এদিন একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল ইস্টবেঙ্গলের মেয়েরা।

    অবশ্যই পড়ুন: পিছোতে পারে স্কুলের সময়, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে গেল আবেদন

    সুলঞ্জনার গোলের ৩ মিনিটের মধ্যেই ক্রস থেকে গোল করেন সিল্কি দেবী। লাল হলুদের কাছে গোলের মালা পরে একেবারে লজ্জায় মাথা হেট হয়েছিল প্রতিপক্ষের। সেখান থেকে ঘুরে দাঁড়ানো ছিল একেবারে আকাশের চাঁদ ধরার মতোই। তবে চেষ্টায় কোন কমতি রাখেনি কিকস্টার্ট। কিন্তু তাতে কি ইস্টবেঙ্গলের ছুটন্ত ঘোড়াকে থামানো যায়! ম্যাচ যখন 73 মিনিটে দৌড়াচ্ছে ঠিক সেই সময় নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন ফাজিল। আর সেটাই ইস্টবেঙ্গলের জন্য জয়সূচক গোল হয়ে থাকলো। এরপর খেলা গড়ালেও শেষ পর্যন্ত গোল করতে পারেনি কোনও দল। তাতে নির্ধারিত সময়ে 5-0 গোলে অপ্রতিরোধ্য থাকল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব।

    Click here to Read More
    Previous Article
    T20 বিশ্বকাপ জিততে মরিয়া নিউজিল্যান্ড, চোটগ্রস্ত প্লেয়ারদের নিয়েই দল ঘোষণা কিউয়িদের
    Next Article
    নতুন বছরেই ধাক্কা! ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম বাড়ায় কপালে ভাঁজ মধ্যবিত্তের, জানুন আজকের রেট?

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment