Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    গাড়িতে ভাঙচুর! বালুরঘাটে গান গাইতে এসে বিপদে সচেত-পরম্পরা

    1 সপ্তাহ আগে

    প্রীতি পোদ্দার, কলকাতা: ফের কনসার্ট বিতর্ক বঙ্গে! বর্ষশেষে বালুরঘাটে অনুষ্ঠান করতে এসেছিলেন বলিউডের সংগীতশিল্পী সচেত টন্ডন ও পরম্পরা ঠাকুর (Sachet- Parampara)। আর সেই অনুষ্ঠানের শেষে বাড়ি ফেরার পথে ঘটে গেল এক ভয়ংকর বিপত্তি। গাড়ির কাঁচ ভাঙলো উত্তেজিত জনতা। আর এই আবহে ফের বঙ্গে বাইরের শিল্পীদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন।

    ঠিক কী ঘটেছিল?

    রিপোর্ট মোতাবেক, প্রতি বছরই নতুন বছরকে আগমন জানানোর প্রাক্কালে বছরশেষে একের পর এক অনুষ্ঠান হয়ে থাকে রাজ্য জুড়ে। সেখানে বলিউডের নামী সঙ্গীতশিল্পীরাও আসেন, কোথাও আবার আসেন বলিউড অভিনেতারা। এবার বালুরঘাটের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন সকলের প্রিয় বলিউডের সংগীতশিল্পী সচেত টন্ডন ও পরম্পরা ঠাকুর। দীর্ঘক্ষণ চলে সেই অনুষ্ঠান। সবকিছু ঠিকঠাক মিটলেও অনুষ্ঠান সেরে বেরিয়ে গাড়িতে উঠতেই ঘটে চরম বিপত্তি। এক মুহূর্তের জন্য পছন্দের তারকাদের চোখে দেখার জন্য রীতিমত তাঁদের গাড়ির ওপর উপচে পড়ে দর্শকদের ভিড়। আর তাতেই ফেটে যায় গাড়ির পিছনের কাঁচ।

    ভেঙে যায় গাড়ির পিছনের কাঁচ

    সম্প্রতি, সমাজমাধ্যমে সচেত টন্ডন ও পরম্পরা ঠাকুরের গাড়ির কাঁচ ভাঙার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে গাড়ির পিছনের সিটে বসে আছেন সচেত। আর তাঁর পাশেই পরম্পরা। অসংখ্য দর্শক হাত মিলানোর জন্য গাড়িটিকে ঘিরে রেখেছিল। এমন সময় উপচে পড়া ভিড় একেবারে হুমড়ি খেয়ে পড়ছে গাড়ির উপরে। দেখা যায় গাড়ির গায়ে অনেকেই ঘুঁষি মারছে। কিন্তু আচমকাই ঝনঝন আওয়াজে ভেঙে গুঁড়িয়ে গেল গাড়ির পিছনের কাচ। এরপর উত্তেজিত জনতার নিজেদের মধ্যেই বিবাদ শুরু করে দেয়। স্বস্তির বিষয় হল এই ঘটনায় কোনরকম আঘাত পাননি দুই সঙ্গীতশিল্পী।

    আরও পড়ুন: উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকদের মাথায় বাজ! জারি কড়া বিজ্ঞপ্তি

    কলকাতায় এসে কনসার্ট করতে গিয়ে এমন ভাবে এক ভয়ংকর ঘটনা ঘটে যাবে সেটা কেউই আশা করতে পারেনি। রীতিমত হতভম্ব হয়ে যান সকলে। যদিও এ দিনের ঘটনা প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি সচেত এবং পরম্পরা। তবে শুধু বলিউড নয়, টলিউডের স্বনামধন্য সংগীত শিল্পীরাও যখন কোন কনসার্টে যায় সেখানেও দর্শকদের এরকম ভিড় প্রায়ই দেখা যায়, সে ক্ষেত্রে উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

    Click here to Read More
    Previous Article
    নতুন বছরেও রেহাই নেই, টানা ৩ দিন বাতিল একাধিক লোকাল ট্রেন, মাথায় হাত নিত্যযাত্রীদের
    Next Article
    বারুইপুরের মঞ্চ থেকে নির্বাচনী দামামা বাজালেন অভিষেক, শোনালেন শুভেন্দুর অডিও

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment