Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    দুরমুশ গারওয়াল, একের পর এক সাফল্য ইস্টবেঙ্গলের

    2 weeks ago

    East Bengal FC Beats Garhwal United FC in iwl
    East Bengal FC Beats Garhwal United FC in iwl

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে এসে মাত্র তিন দিনের মধ্যেই IWL এ নেমে পড়তে হয়েছে ইস্টবেঙ্গলের মেয়েদের। সেজন্য অনুশীলনের খুব একটা সময় পায়নি লাল হলুদ (East Bengal FC)। কিন্তু তা সত্বেও সাফ জয়ের আত্মবিশ্বাসকে বুকে বেঁধেই গত ম্যাচে সেতু এফসিকে গুঁড়িয়ে দিয়েছিল মশাল গার্লসরা। IWL এর দ্বিতীয় ম্যাচে এবার গারওয়াল ইউনাইটেড এফসিকে ঝকঝকে ফুটবল দেখিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল মশাল ব্রিগেড। শারীরিক ক্লান্তি থাকায় শুরুর দিকে কিছুটা সমস্যা হলেও 2-1 ব্যবধানে ম্যাচ জিতলেন ফাজিলারা।

    প্রতিপক্ষকে দমিয়ে রেখে জয় নিশ্চিত করল ইস্টবেঙ্গল

    শনিবার, IWL এর মঞ্চে প্রতিপক্ষ গারওয়ালের বিরুদ্ধে রণক্ষেত্র ছিল কল্যাণী স্টেডিয়ামের মাঠ। সেখানেই ম্যাচের একেবারে শুরু থেকে প্রতিপক্ষকে জায়গা ছাড়েনি ইস্টবেঙ্গল। দাপট বজায় রেখে আক্রমণ শানাচ্ছিলেন সুলঞ্জনা রাউলরা। তাতে জালে বল জড়াতে খুব একটা দেরি লাগলো না। এদিন প্রথম থেকে আক্রমণে থাকায় শুরুর দিকেই সৌম্যা গুগুলথের ভাসিয়ে দেওয়া ক্রস থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সুলঞ্জনা। আজ গারওয়াল এফসির ডিফেন্ডারদের বোকা বানিয়ে দুর্গ ভাঙতে খুব একটা সমস্যা হয়নি তাঁর।

    অবশ্যই পড়ুন: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ২৪৩৪ কোটি টাকার বিরাট প্রতারণা, অ্যাকাউন্ট আছে নাকি আপনার?

    এরপর বেশ খানিকটা সময় ইস্টবেঙ্গলের সুযোগ নষ্টের শো দেখল কল্যাণীর মাঠ। হাতে পেয়েও বড় সুযোগ হারালেন লাল হলুদের স্ট্রাইকার ফাজিলা। তাতে প্রথমার্ধ শেষ হলো 1-0 গোল নিয়েই। তবে প্রথমার্ধের ব্যর্থতার দায় নিজের কাঁধে চাপিয়ে বাকি 45 মিনিটের খেলায় একেবারে জ্বলে উঠলেন ফাজিলা। খেলা যখন 62 মিনিটের মাথায় কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে গোল করলেন ফাজিলা। তাতে 2 গোলে এগিয়ে জয়ের স্বপ্ন দেখতে থাকে ইস্টবেঙ্গল।

    পরবর্তীতে অবশ্য ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের পাশ কাটিয়ে গোল করার চেষ্টা করে গিয়েছিল গারওয়াল। তাতে একটা সময় সফলতাও ছুঁয়ে ফেলে তারা। এদিন লাল হলুদের গোলরক্ষক প্রতিপক্ষ প্লেয়ারের একটি শট বুঝতে ভুল করায় তার খেসারত দিতে হলো ইস্টবেঙ্গলকে। প্রথম গোল হজম করলেও এরপর আর ম্যাচ জুড়ে কোনও গোল আসেনি। তাতে শেষ পর্যন্ত 2-1 ব্যবধান নিয়েই জয় নিশ্চিত করে লাল হলুদ ব্রিগেড।

    অবশ্যই পড়ুন: বিরাটকে আউট করে তাঁকে দিয়েই বলে সই করিয়ে নিলেন ভারতীয় স্পিনার!

    যাঁরা খেলা দেখেছেন তারা জানবেন, সাফ জিতে কলকাতায় এসে পরপর ম্যাচ থাকায় ক্লান্ত হয়ে পড়েছেন লাল হলুদের মেয়েরা। যা ভেসে উঠেছিল ইস্টবেঙ্গলের আজকের খেলাতেও। তবে দীর্ঘ ক্লান্ততাকে সঙ্গে নিয়েও শনিবার প্রতিপক্ষের ফুটবলারদের ক্ষমতা বোঝাল ইস্টবেঙ্গল এফসি। সেই সুত্রেই, একের পর এক ম্যাচে জিতে আরও ম্যাচ জেতার খিদে গুছিয়ে রাখল মশাল দল।

    Click here to Read More
    Previous Article
    বাংলাদেশি সন্দেহে ওড়িশায় সুতির পরিযায়ী শ্রমিককে পিটিয়ে ‘খুন’! গর্জে উঠলেন মমতা, নেওয়া হল বড় পদক্ষেপ
    Next Article
    হাওড়াগামী বন্দে ভারত এস্কপ্রেসের সপ্তাহে তিনদিন স্টপেজ বাড়াল রেল

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment