Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    বিরাটকে আউট করে তাঁকে দিয়েই বলে সই করিয়ে নিলেন ভারতীয় স্পিনার!

    2 সপ্তাহ আগে

    Virat Kohli In Vijay Hazare Vishal Jaiswal gets a signed match ball from Kohli
    Virat Kohli In Vijay Hazare Vishal Jaiswal gets a signed match ball from Kohli

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজও বিশ্ব ক্রিকেটে দাপিয়ে খেলাটা ভোলেননি বিরাট কোহলি। এইতো কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ব্যাটে রানের ফুলঝুরি ছুটিয়েছিলেন বছর 37 এর মহাতারকা। কোহলির সেই রুদ্র মূর্তি দেখছে বিজয় হাজারেও (Virat Kohli In Vijay Hazare)। টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রতিপক্ষের বোলারদের চুপ করিয়ে শতরান হাঁকান তিনি। এরপর দ্বিতীয় ম্যাচেও 77 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বিরাট। তবে শেষ বলে যাঁর হাতে উইকেট দিতে হয়েছিল সেই বিশাল জয়সওয়ালই এবার বিরাটের হাত থেকে সই করা বল উপহার পেলেন। এক কথায় বলা যেতে পারে, কোহলিকে আউট করে সেই বলেই তাঁর সই নিলেন গুজরাতের স্পিনার।

    বিরাটের সই করা বল পেয়ে যেন আকাশের চাঁদ পেয়েছেন বিশাল!

    একটা সময় আসবে, বিরাট কোহলির মতো বড় মাপের ক্রিকেটারকে আউট করবেন তিনি। এমনটা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি ভারতীয় অনামি স্পিনার বিশাল। সেই ছেলেই বিজয় হাজারেতে কোহলির উইকেট ভেঙেছেন। শুক্রবার, দিল্লি বনাম গুজরাট ম্যাচ চলাকালীন মাত্র 29 বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন বিরাট। তারপরই ব্যাটে শান দিয়ে হাত খুলে খেলতে গিয়েছিলেন তিনি। তাতে 77 রান পর্যন্ত পৌঁছলেও বাঁ হাতি বিশালের বলে স্টেপ আউট করে খেলতে গিয়ে স্ট্যাম্প আউট হয়ে যান কোহলি।

    অবশ্যই পড়ুন: বিনিয়োগ করলে ১০০ বছর পর্যন্ত সুরক্ষা, মধ্যবিত্তদের জন্য নতুন প্ল্যান আনল LIC

    বিজয় হাজারের মঞ্চে কোহলিকে আউট করা যেন স্বর্গসুখ পাওয়ার মতো হয়ে দাঁড়িয়েছিল বিশালের জন্য। এদিন বিরাটের উইকেট ভাঙতেই একেবারে আনন্দে ফেটে পড়েন তিনি। ছুটে এসে সতীর্থকে সাধুবাদ জানাতে থাকেন বাকিরাও। তবে আসল ঘটনা ঘটলো ম্যাচের পর। খেলা শেষ হয়ে যাওয়ার পরমুহুর্তে ওই ম্যাচেরই বলে সই করে বিশালকে উপহার দিলেন বিরাট কোহলি। শুধু তাই নয়, ভারতের অনামি ক্রিকেটারের সাথে ছবিও তুললেন চিকু।

    অবশ্যই পড়ুন: অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় ইংল্যান্ডের, WTC পয়েন্ট তালিকায় ধাক্কা খেল ভারত?

    বিরাট কোহলির মতো একজন উঁচু মানের খেলোয়াড়ের কাছ থেকে সই করা বল উপহার পাওয়া এবং তার সান্নিধ্যে আসা ভারতীয় স্পিনারের কাছে একেবারে চাঁদ পাওয়ার মতো হয়ে দাঁড়িয়েছিল। পরবর্তীতে কোহলির সাথে তোলা ছবি এবং সই করা বল সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন বিশাল। একই সাথে কোহলিকে আউট করার দৃশ্যও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার ক্যাপশনে বিশাল লেখেন, “যাঁকে বিশ্ব ক্রিকেটে দাপিয়ে খেলতে দেখেছি, তাঁর সঙ্গে মাঠ ভাগ করে নেওয়া এবং শেষ পর্যন্ত তার উইকেট দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ও দুর্দান্ত মুহূর্ত। কখনও ভাবতে পারিনি এটা সত্যিই হবে। বিরাট ভাইয়ের উইকেট আমার গোটা জীবন মনে থাকবে। এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। বিরাট ভাইয়ের কাছ থেকে পাওয়া উপহার আমার জীবনের সেরা উপহার।”

    Click here to Read More
    Previous Article
    স্কুল বদল নিয়ে বড় সিদ্ধান্ত! নবম–দশমে ভর্তির নতুন নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ
    Next Article
    বাংলাদেশি সন্দেহে ওড়িশায় সুতির পরিযায়ী শ্রমিককে পিটিয়ে ‘খুন’! গর্জে উঠলেন মমতা, নেওয়া হল বড় পদক্ষেপ

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment