Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    বাংলাদেশে নিষিদ্ধ হল IPL সম্প্রচার! বিবৃতির মাধ্যমে কী জানাল ইউনূস সরকার?

    1 সপ্তাহ আগে

    Broadcasting of Indian Premier League is banned in Bangladesh.
    Broadcasting of Indian Premier League is banned in Bangladesh.

    বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইউনূস সরকার বাংলাদেশে IPL (Indian Premier League)-এর সম্প্রচার নিষিদ্ধ করেছে। ইতিমধ্যেই বাংলাদেশ সরকার একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, বাংলাদেশে IPL-এর টেলিকাস্ট এবং ব্রডকাস্ট নিষিদ্ধ করা হয়েছে। মূলত, মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশে IPL নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির ক্রীড়া মন্ত্রক তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে IPL নিষিদ্ধ করার অনুরোধ করেছিল। সেই অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

    বাংলাদেশে নিষিদ্ধ IPL (Indian Premier League)-এর সম্প্রচার:

    কেন বাংলাদেশ IPL-কে নিষিদ্ধ করেছে: জানিয়ে রাখি যে, মুস্তাফিজুর রহমানকে IPL থেকে অপসারণের পর, বাংলাদেশ ক্রীড়া মন্ত্রকের সঙ্গে যুক্ত ডঃ আসিফ নজরুল নেটমাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন তিনি দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কাছে বাংলাদেশে IPL-এর ম্যাচ সম্প্রচারের অনুমতি না দেওয়ার আবেদন করেছিলেন। তিনি তাঁর পোস্টে মুস্তাফিজুর রহমানের প্রসঙ্গে নেওয়া পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করে বলেন, বাংলাদেশ ক্রিকেট বা কোনও খেলোয়াড়ের প্রতি অসম্মান কোনও মূল্যে সহ্য করা হবে না।

    T20 বিশ্বকাপ খেলতে ভারতে আসতে অনিচ্ছা প্রকাশ: উল্লেখ্য যে, বাংলাদেশ ইতিমধ্যেই আসন্ন T20 বিশ্বকাপ খেলার জন্য ভারত আসতে অনিচ্ছা প্রকাশ করেছে। মুস্তাফিজুর রহমানের বাদ পড়ার বিষয়ে স্পষ্টীকরণ চেয়ে BCCI-কে ইমেলও করা হয়েছে। এছাড়াও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ICC-কে ইমেলের মাধ্যমে তাদের বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে। নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় T20 বিশ্বকাপের ম্যাচ খেলতে চায়।

    আরও পড়ুন: বিতর্কের আবহেই বড় সিদ্ধান্ত! T20 বিশ্বকাপে এই হিন্দু খেলোয়াড়কে দলের অধিনায়ক করল বাংলাদেশ

    এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমবর্ধমান হামলার পরিপ্রেক্ষিতে মুস্তাফিজুর রহমানের IPL-এ অন্তর্ভুক্তির বিষয়ে ভারতে তুমুল সমালোচনা শুরু হয়। এমনকি, KKR-কে বয়কটের ডাকও ওঠে।

    আরও পড়ুন: সত্যিই কি শ্রীলঙ্কায় স্থানান্তরিত হবে বাংলাদেশের ম্যাচ? কবে সিদ্ধান্ত জানাবে ICC?

    এমতাবস্থায়, BCCI-এর নির্দেশে KKR মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেয়। তারপরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের মনোভাব স্পষ্ট করতে থাকে। এবার, বাংলাদেশে IPL সম্প্রচার নিষিদ্ধ করা হল। এর ফলে, বাংলাদেশ সেই দেশগুলির তালিকায় যোগ দিল যেখানে BCCI-এর T20 লিগ দেখানো হয় না।

    Click here to Read More
    Previous Article
    দুর্ঘটনা রুখতে বড় উদ্যোগ রেলের! যাত্রী সুরক্ষায় এবার পরীক্ষা নেবে রোবট
    Next Article
    শিলিগুড়ির স্কুলে আচমকাই ডাবল হল ফি, প্রতিবাদে রাস্তায় পড়ুয়া, অভিভাবকেরা

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment